৬ মে ২০২০, দাউদকান্দি উপজেলা বারপাড়া ইউনিয়নের বীরকান্দি বোনের বাড়িতে করোনা উপসর্গ নিয়ে গার্মেন্টস কর্মী নজরুল ইসলাম (৫৫) মৃত্যু বরণ করেন।
স্হানীয় সূত্রে জানাযায়,
স্ত্রী ও সন্তানরা জায়গা দেননি নিজ বাড়িতে পরে লুকিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়ে ৩ দিন পর মৃত্যু বরণ করেন।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শাহীনুর আলম সুমন জানান,
গত তিন আগে ঢাকা মিরপুরের গার্মেন্টস কর্মী নজরুল ইসলাম (৫৫) তার নিজ বাড়ি সুন্দুলপুর ইউনিয়নের হানিফ্দি গ্রামে নিজ স্ত্রী ও সন্তানরা জায়গা না দিলে, তার বোনের বাড়ি বারপাড়া ইউনিয়নের বারীকান্দি গ্রামে লুকিয়ে আশ্রয় নেয়।
আজ তার স্বাস্থ্যের অবনতি হলে আমি জানা মাত্রই রেপিড রেস্পন্সটীম সেখানে পাঠাই।এর মধ্যে তিনি মৃত্যুবরন করেন।পরে তার নমুনা সংগ্রহ করে করোনা উপসর্গ ছিল বিধায় তাকে স্বাস্থ্য বিধি মেনে দাফন করা হয়।
এটা অনেক দুঃখজনক যে, রোগী আত্মীয় স্বজন বা অন্য কেউ রোগী সুস্থ থাকতে আমাদেরকে জানালো না।
আরও দুঃখজনক হলো তার স্ত্রী ও নিজ সন্তানরা তার নিজ বাড়িতে ঢুকতে দিলো না।
দাউদকান্দিবাসীকে বলবো এই করোনা ভাইরাস দুনিয়াতেই হাশরের মাঠে কি হবে তা দেখিয়ে দিচ্ছে।
তাই সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে দয়া করে ঘরে থাকুন।
নতুনা কালকে এমন মৃত্যু আপনারও হতে পারে।