সরকারকে বিব্রত করার জন্য,অপশক্তি ত্রাণের রাজনীতি করছে, মেজর মোহাম্মদ আলী (অব.)

কুমিল্লা দাউদকান্দি উপজেলা

 

দাউদকান্দি উপজেলা প্রশাসন ও সর্বস্তরের নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে জনকল্যাণে অন্যান্য ভূমিকা ও সরকারের কার্যক্রমকে বিব্রত করার জন্য একটি অপশক্তি এখন ত্রাণের রাজনীতি শুরু করেছে।

(০৫মে,২০২০) মঙ্গলবার, কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগ নেতা ও দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)
গৌরিপুরে TCBর মোবাইল ট্রাকে, সুলভ মূল্যে খাদ্য সামগ্রীর মান / মূল্য, বিক্রয় পরিদর্শনকালে এ কথা বলেন।

মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, পরিবার ঢাকায় ফেলে, বৈরী আবহাওয়ার মধ্যে দিনরাত, শুধু মাএ দাউদকান্দি মানুষের জন্য এত কাজ করলাম, দাউদকান্দির সাধারন জনগন যার যার অবস্হা থেকে এত ত্রাণ দিলো, কোন নিউজ করলেন না।

মহামারীর এতদিন পর, বিএনপি নেতা ডঃ খন্দকার মোশাররফ হোসেন ত্রাণ দেওয়ার পূর্বে, আজকে বিএনপি-জামায়াতের লোকজন পরিকল্পতভাবে, ২/৩ মিনিটের অবরোধের নিউজ চলে আসে।
তিনি আরো বলেন, দাউদকান্দি উপজেলা বাসীর জন্য প্রধানমন্ত্রী কর্তৃক পর্যাপ্ত পরিমাণে আছে। সকল ইউনিয়ন এবং বিভিন্ন মাধ্যমে দল-মত-নির্বিশেষে অসহায় মানুষদের কে তা সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে। যদি কোন রাজনৈতিক অপশক্তি ত্রাণ নিয়ে অসহায় মানুষের অনুভূতি নিয়ে কেউ খেললে কাউকে ছাড় দেয়া হবে না।

এই বিষয়ে তিনি সুষ্ঠ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.