সারা বিশ্বের ন্যায় বাংলাদেশে কোভিড-১৯ করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে বাংলাদেশ ছাত্রলীগকে নির্দেশ দিয়েছেন। এ নির্দেশ বাস্তবায়নের লক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসানের অনুপ্রেরণায় ও নির্দেশে কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুল্লাহ কামালের নেতৃত্বে দ্বিতীয় বারের মত অসহায় কৃষকদের পাকা ধানক্ষেত কেটে দিয়েছে ছাত্রলীগ নেতা কর্মীরা। আজ মঙ্গলবার (৫মে) উপজেলার রামদী ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে নিয়ে গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নে দিন ব্যাপী অসহায় কৃষকদের পাকা ধানক্ষেত কেটে দেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ নজরুল ইসলাম।