প্রধানমন্ত্রীর সর্বোচ্চ অনুদান পেলো দাউদকান্দির ৫৬টি কওমি মাদ্রাসা

কুমিল্লা জাতীয় দাউদকান্দি উপজেলা

 

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় অবস্থিত ৫৬টি কওমী মাদ্রাসার এতিম‌ ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৮ লক্ষ ৮৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। দেশের উপজেলাগুলোর মধ্যে ঘোষিত একক উপজেলা হিসেবে এটি-ই সর্বোচ্চ অনুদান। প্রদানকৃত অনুদানের চেক একদিনের মধ্যেই (১ মে ২০১৯) সরাসরি প্রধানমন্ত্রীর কাছ থেকে কুমিল্লা জেলা প্রশাসকের মাধ্যমে পৌঁছেছে দাউদকান্দিতে।

উপজেলা হিসেবে দাউদকান্দিতে সর্বোচ্চ অনুদান প্রদান করায় খুশী স্থানীয় কওমী মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাই।

এ ব্যাপারে দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.) বলেন, আওয়ামী লীগ সরকার মাদ্রাসা শিক্ষা এবং ধর্মীয় শিক্ষার উপরে সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন। মাহে-রমজান উপলক্ষে দাউদকান্দি উপজেলার ক‌ওমী মাদ্রাসায় অধ্যয়নরত এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের জন্য দেশের সর্বোচ্চ ৮,৮৫,০০০ হাজার টাকা অনুদান প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কুমিল্লা -১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের মাননীয় সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ ভূঁইয়া মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

উল্লেখ্য, পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯ ৫৯টি কওমী মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃস্পতিবার (৩০ এপ্রিল) তিনি এ অনুদান দেন বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর দফতর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.