দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান
মেজর মোহাম্মদ আলী (অব.) সুমন “পিপিই” পরিধান প্রসঙ্গে বলেন,
১। দয়া করে, দ্বিতীয়বার আমাকে আর কেউ “পিপিই” পরিধান বিষয়ে, উপদেশ দিয়ে বিব্রত করবেন না।।
২। আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার রাজনীতি হচ্ছে, দল-মত নির্বিশেষে মানুষের সেবা করা। আমি জনগণের সেবক। জনগণের সেবা করাই, আমার একমাত্র কাজ।
৩। বর্তমান মহামারী পরিস্থিতিতে, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমাকে নিয়ে চিন্তিত এবং “পিপিই” পরিধান করে বাসা থেকে বের হতে, পরামর্শ দিয়েছেন।
৪। আমাকে নিয়ে দুশ্চিন্তা এবং সুপরামর্শ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা স্বীকার করছি।
৫। এই মহামারীর সময়, সামান্য “পিপিইর” অভাবে যদি দাউদকান্দিবাসীর পাশে দাঁড়াতেই না পারি, তাহলে আমি কিসের রাজনীতি করি? তাহলে তো আমি, “বসন্তের কোকিলের মতই হয়ে গেলাম”।
৬। যেদিন আমি, দাউদকান্দিবাসী সকলকে “পিপিই” সরবরাহ করতে পারব, সর্বশেষ “পিপিই” আমি পরিধান করে, আপনাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করব।
৭। দোয়া করবেন। মহান আল্লাহ তা’আলা, “পিপিই” পরিধান করার আগ পর্যন্ত, আমাকে সুস্থ রাখেন এবং সার্বক্ষণিক দাউদকান্দিবাসীর পাশে থাকার তৌফিক দেন।।
আমিন।।