করোনাভাইরাস (কোভিড ১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ১নং ও ২নং ওয়ার্ডের গ্রামসমুহের কর্মহীন, অসহায় শ্রমজীবী ও দুস্থ ৪শটি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। স্থানীয় বরকতপুরস্থ মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্ট’র উদ্যোগে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ৩সহোদর যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. আরমান আলী, হাজী মো. আনহার আলী ইয়াকুব, মো. আজহার আলী এবং যুক্তরাজ্য প্রবাসী তাদের বোনদের অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে গত বুধবার (২২ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম এমদাদ উল্লাহ এণ্ড আলেছা খানম ট্রাস্ট’র কর্মকর্তা হাজী আনোয়ার আলী, হাজী আশরাফ আলী, হাজী মোহাম্মদ আলী গুলশের, এমদাদুল ইসলাম মাহিম, ফয়েজ আলম রাব্বী, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিংবডির সদস্য মো. তজমুল আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, প্রবীণ মুরুব্বি হাজী পংকি মিয়া, হাজী তছির আলী, মুজাহিদ আলী, হাজী মুক্তার আলী, বাবুল আহমদ, নমরু মিয়া, শাহ আব্দুস সাত্তার, মুসলিম আলী, শাহিদুল হক, বরকতপুর যুব সমাজের কর্মকর্তা ইকবাল আহমদ, মাওলানা রায়হান আহমদ, শিমুল আহমদ, ফখরুল ইসলাম, হাফেজ শরীফ আহমদ, রুশন আলী, দিলু মিয়া, জাহাঙ্গীর আহমদ, পাভেল আহমদ, আতহার মিয়া, ইউসুফ আলী, এমরান আহমদ প্রমুখ।