সিলেট মহাসড়কের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার বেলা ১ টায় লাশটি উদ্ধার করে নিয়ে যায় সিদ্ধিরগঞ্জ থানা পুুলিশ। মহসড়কের শিমরাইল মোড় পুলিশ বক্সের পেছনে একটি গাড়ি কাউন্টারের পাশে অজ্ঞাত (৬০) এক ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় পথচারিরা।
লাশ টিকে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানায়, অজ্ঞাত একটি লাশের খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাবে না