হোমনায় হোম কোয়ান্টোইন নিশ্চিত করণ ও বাজার মনিটরিং।  

আন্তর্জাতিক
কুমিল্লার হোমনায়  করোনা ভাইরাস সংক্রমন রোধে ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করণ ও বাজার মনিটরিং করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট তানিয়া ভূঁইয়া। আজ বুধবার হোমনা সদর বাজার  মনিটরিং  ও উপজেলার শ্রীমদ্দি গ্রামে হোম কোয়ারেন্টাইনের নিশ্চিতকরণে  অভিযান পরিচালিত হয়  । এ সময় সেনবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন ।
জানা গেছে, প্রয়োজন ব্যতীত  বাজারে জনসমাগম কম হওয়া, সরকারী নির্দেশ  মোতাবেক নির্ধারিত  সময়ে বাজার শেষ করা, শ্রীমদ্দি গ্রামে ৪ টি বাড়িতে  হোম কোয়ারান্টাইন নিশ্চিত করে উপজেলা প্রশাসনের চিহ্ন স্থাপন করা, ঢাকা ও নারায়নগঞ্জ থেকে আগতদের হোম কোয়ারেন্টাইন আইন মেনে চলার জন্য অভিযান পরিচালিত  হয় ।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, করোনা সংক্রমন রোধে বাজার মনিটরিং  ও হোম কোয়ারান্টাইন নিশ্চিত করার জন্য অভিযান পরিচালিত হয় এবং অভিযান অব্যাহত থাকবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.