কুমিল্লা মেঘনা থানায় করোনা ভাইরাস থেকে পরিত্রাণের লক্ষ্যে, নৌপথে আগমন ঠেকাতে এবার নৌ-পুলিশের সাথে সাথে মেঘনা থানা পুলিশ সহ টহল জোরদার করা হয়েছে। নদীবেষ্টিত এই মেঘনা থানার, চতুর্দিকে নদী থাকার কারণে বিভিন্ন দিক থেকে নদীপথে নৌকা করে লোক ঢুকতে পারে, মরণব্যাধি করোনা ভাইরাস সংক্রমণকৃত কোন লোক যাতে মেঘনাতে না ঢুকতে পারে, মেঘনা কে বাঁচানোর উপায় হিসেবে এই টহল,মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ এর সাথে কথা বললে তিনি জানান নৌ পথে নারায়ণগন্জ, ঢাকা সহ বিভিন্ন পথে লোকের আগমন ঢেকাতে নৌ পুলিশের পাশাপাশি মেঘনা থানা পুলিশ নৌ টহল ডিউটি আজ থেকে ২৪ ঘন্টার জন্য চলমান থাকবে।