বান্দরবানের লামা উপজেলার লামা পৌরসভার ০২ নং ওয়ার্ডের পূর্ব- নয়াপাড়া এলাকায় করোনার উপসর্গ নিয়ে আমির হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় তার মৃত্যু হয়েছে। সে লামা পৌরসভার পূর্ব-নয়াপাড়া এলাকার ছৈয়দনুরের ছেলে বলে জানা যায়।
নিহতের স্ত্রী আনোয়ারা বেগম (৩৫) জানান, গত ১ সপ্তাহ ধরে সে সর্দি-কাশি- জ্বর – নিয়ে তার স্বামী কষ্ট পাচ্ছেন। মৃত্যুর পূর্বে তার বুকে ব্যাথা, বমি, গলা ব্যাথা, জ্বর, বুক ফুলে গেছে।
লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক জানান- আমরা নিহত ব্যাক্তিসহ তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করেছি।
সন্দেহভাজন মৃত ব্যক্তিসহ তার পার্শ্ববর্তী মোট ৩ টি পরিবারের ১৬ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়েছে।
নিহতের বাড়ি পরিদর্শন করেন লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল,লামা উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জন্নাত রুমি, লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মোঃ রিজওয়ানুল ইসলাম, লামা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদুল হক, লামা আর্মি ক্যাম্প কমান্ডার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন বাদশাহ ও মহিলা কাউন্সিলর শাকেরা বেগম প্রমূখ।