নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এক চিকিৎসকসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পরিস্থিতিতে হাসপাতালের জরুরি বিভাগের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গত ৩০ মার্চ বন্দর এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া নারী ওই হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর থেকেই হাসপাতালটির জরুরি বিভাগের একজন চিকিৎসকসহ কয়েকজনের শরীরে করোনার উপসর্গ দেখা যায়।
পরে তাদের নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ পায় আইইডিসিআর। সংক্রমণের ঝুঁকি থাকায় জরুরি বিভাগের সব ধরণের চিকিৎসা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়।