বিরল উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হয়েছে।
রবিবার সকালে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে পৌরশহরের বিভিন্ন হোটেলের শ্রমিকদের মাঝে উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে খাদ্য সামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ সবুজার সিদ্দিক সাগর।
এবং সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাড. রবিউল ইসলাম রবি (পাবলিক প্রসিকিউটর), সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষণ সরকার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাফফর হোসেন, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল মালেক, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মানিক, পৌর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আল ইমরান সানমুন, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিউন চন্দ্র দাস, যবলীগনেতা মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণকালে নেতৃবৃন্দ হোটেল শ্রমিকদের প্রতি পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত হোটেল বন্ধ রেখে নিজ নিজ বাড়ীতে থাকার আহ্বান জানান এবং সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহের পরামর্শ প্রদান করেন।