৫ এপ্রিল, ২০২০ কুমিল্লার দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের চক্রতলা গ্রামের একটি বাড়ীকে লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। ৪ এপ্রিল শনিবার রাত সাড়ে ৮ টায় চক্রতলা গ্রামের এক ব্যক্তির মাঝে করোনা ভাইরাসের সকল উপসর্গ পাওয়া যাওয়ায়, সম্পূর্ণ বাড়িসহ আশেপাশের ৭টি পরিবারকে সম্পূর্ণ পুলিশ প্রহরায় লকডাউন ঘোষণা করেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার কামরুল ইসলাম খান । এসময় দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ, দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: শাহীনূর আলম সুমন,আবাসিক মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ জামাল উদ্দিন ও দাউদকান্দি মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন। মারুকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: খলিলুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।