প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির লক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সেনাবাহিনীর একটি টহল দল ব্যাপক প্রচারণা শুরু করে।
মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ জাহিদ হাসান প্রিন্স ও ৪ ফিল্ড আর্টিলারির অফিসার ক্যাপ্টেন সাজ্জাদ হোসেনের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল হ্যান্ডমাইক নিয়ে উপজেলার বিভিন্ন বাজারে করোনা সচেতনতায় ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করার জন্য ব্যাপক প্রচারনা চালান ।
এ সময় তারা উপজেলার বিভিন্ন বাসস্ট্যান্ড, বাজার ও মোড়ে হ্যান্ডমাইকে করোনা সচেতনতা বৃদ্ধির লক্ষে সরকারি নির্দেশনায় জনসাধারণকে জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোতে অনুরোধ করেন এবং মুখে মাস্ক ও দুহাতে গ্লাবস্ ব্যবহার করাসহ ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করার পরামর্শ দেন।