আজ ৩১ মার্চ সকাল ১১ টায় তিতাস উপজেলার ইউসুফপুর নলচর গ্রামে দিনমজুর রিকশাচালক অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের ব্যক্তিগত উদ্যোগে। তিতাস হোমনার গণমানুষের নেতা সেলিমা আহমাদ মেরী এমপির ও উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসাইন সরকার এর নির্দেশে তিতাসে বিত্তবান ও প্রবাসী ভাইয়েরা উনাদের ডাকে সারা দিয়ে অনন্য নজির স্থাপন করেন,এর জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিতাস উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসীন ভূইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সকল খাদ্য সামগ্রী বিতরণ করেন,
তিনি প্রথমে ধন্যবাদ জানান জিনিয়াস ক্যাডেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদকে এমন একটি মহৎ উদ্যোগ নেওয়ার জন্য।
তিনি আরো বলেন আমার ইউনিয়নে একটি মানুষও না খেয়ে মরবে না আমরা সবসময় আপনাদের পাশে আছি থাকবো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান ভুইঁয়া, ডাক্তার জাকিয়া আক্তার পরিচালক জিনিয়াস ফিজিওথেরাপি সেন্টার, মোহাম্মদ আবদুর রব সরকার, ডাক্তার সাজ্জাদ হোসেন সহ জিনিয়াস স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন