৩০ মার্চ২০২০ সোমবার, দাউদকান্দি উপজেলা দাউদকান্দি সদর উত্তর ইউনিয়নের ভাজরা গ্রামের হাজী মোহাম্মদ তোতা মিয়ার পুত্র ওমান প্রবাসী মহসীন আহমেদ পৌর সদরের ৯ টি রুমের ভাড়া না নেওয়ার ঘোষণা দেন।
ওমান প্রবাসী মহসীন আহমেদ এই প্রতিনিধিকে সুদুর ওমান থেকে ফোনে জানান, দাউদকান্দি পৌরসভা ভুবনের পাশে (তুজারভাঙা) গ্রামে তার নিজস্ব বাড়ির ৯ টি রুম (বাসা ভাড়া) দিয়ে তার দেশে থাকা পরিবারের খরচ চলে। কিন্তু বর্তমানে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো করোনা প্রতিরোধে বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন এই অবস্থায় আমাদের বাড়ি ভাড়াটিয়ারা দিনমজুর হওয়ার কারণে, আমি তাদের কথা চিন্তা করে এই করোনা’র প্রভাব যতদিন না ঠিক হবে ততদিন আমি আমার ভাড়াটিয়াদের কাছে থেকে কোনো প্রকার বাড়ি ভাড়া নিবো না।
তিনি আরও বলেন, আমি ওমান প্রবাসী আমার অবস্থাও এখন তেমন ভালো না। আমি এখানে একটা ছোটখাটো ব্যবসা করি, ওমানেও এখন লকডাউনে বাসা থেকে বাহিরে যেতে পারাচ্ছিনা। বাহিরে গেলেই ৩০০ রিয়েল জরিমানা মানে বাংলাদেশের টাকায় ৬০০০০ টাকা এই হলো ওমানের পরিস্তি। আমি দেশবাসীর কাছে দোয়া চাই।
আমি চাই দাউদকান্দির প্রতিটি বাড়ির মালিক তাদের বাসাভাড়া না নিয়ে ভাড়াটিয়াদের সহযোগিতার করবেন।