লিটন সরকার বাদল,
২৮ মার্চ ২০২০ কুমিল্লার তিতাস উপজেলায় দুর্যোগ প্রস্তুতি কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় করোনা ভাইরাস থেকে জনসচেতনতা বাড়াতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
আজ শানিবার ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত দুর্যোগ প্রস্তুতি কমিটির সভার সভাপতিত্ব করেন তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার । এসময় সভায় উপস্থিত ছিলেন,তিতাস উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার ,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফরহাদ আহাম্মেদ ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মহসিন ভুইয়া, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ন-আহবায়ক ও বলরামপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর নবী, সাতানী ইউপি চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, জগতপুর ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা,নারান্দিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলী আশ্রাফ ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান উল্লাহ ,উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমানসহ আরো অনেক।