মুহাম্মদ কাইসার হামিদ, বিশেষ প্রতিনিধি :
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে মানুষের পাশে দাড়িয়েছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নারী সাংবাদিক শাহীন সুলতানা ও তার স্বামী ইমরান এনায়েত।
আজ শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকে সারাদিন ব্যাপী দৈনিক পূর্বকন্ঠ প্রত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল আজকের মেঘনা ডটকম এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি শাহীন সুলতানা ও তার স্বামী বিশিষ্ট ব্যবসায়ী ইমরান এনায়েত সন্তানদের সাথে নিয়ে তাদের গ্রামের বাড়ী উপজেলার পূর্ব আব্দুল্লাহপুর গ্রামে হেটে হেটে জনসাধারনকে করোনা ভাইরাস প্রতিরোধ সম্পর্কে সচেতন করে গরীব ও অসহায় মানুষের ঘরে ঘরে একটি করে আলমের ১নং পচাঁ সাবান ও মাক্স বিতরণ করেন এবং জীবানু মুক্ত করার জন্য বাড়িতে বাড়িতে ব্লিচিং, ডেটল ও পানি মিশ্রিত স্প্রে করে ছিটিয়ে দেয়। এ সময় শাহীন সুলতানা মানুষের মুখে মুখে মাক্স পরিয়ে দেন।