শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : প্রাণঘাতী করোনাভাইরাস মোকাবেলায় কিশোগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও সেন্ট্রাল হাসপাতাল ভৈরব এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মুহাম্মদ মিজানুর রহমান কবির ভৈরবের চিকিৎসকদের পাশে থেকে সহযোগীতা করতেচান।
তিনি বুধবার (২৫ মার্চ) দুপুরে ভৈরব বাজার নবী ফার্মেসীতে তার চেম্বারে বসে ভৈরবের চিকিৎসকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা চিকিৎসা চালিয়ে যান, সুরক্ষার সরঞ্জাম দেবো আমি।
এ সময় তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে আরও বলেন,
জাতির এই ক্লান্তি লগ্নে আপনারা নিজ নিজ অবস্থান থেকে ভৈরববাসীর চিকিৎসা চালিয়ে যান। ভৈরববাসী যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। ভৈরববাসীর মঙ্গলের জন্য আমি আপনাদের পাশে আছি, থাকবো সবসময়। যে কোন প্রয়োজনে আপনাদের পাশে থেকে কাজ করে যেতে চাই। আপনারা কেউ চিকিৎসা সেবা দেওয়া থেকে পিছ পা হবেন না। আপনারা পিছ পা হলে ভৈরববাসী বিনা চিকিৎসায় কষ্ট করবে তা আমরা চাই না। আমরা চিকিৎসা পেশায় আসার আগে যে শপথ করেছি তা বাস্তবায়ন করার এখনই সময়। আল্লাহ সকলের হেফাজত করুন।