মুজিব শতবর্ষ অনুষ্ঠানে সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদ সেজেছে নতুন রুপে।

দাউদকান্দি উপজেলা

লিটন সরকার বাদল,
দাউদকান্দি উপজেলা সুন্দরপুর মডেল ইউনিয়নে
বর্ণাঢ্য আয়োজনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন।

এ অনুষ্ঠানকে ঘিরে ইউনিয়ন পরিষদ সেজেছে নতুন রুপে যেন স্বপ্নের একরাজ্য। দাউদকান্দি তরুন ও যুব সমাজের আইকন সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম তার আধুনিক মনের চিন্তা দিয়ে মনের মাধুরিতে সাজিয়েছেন ইউনিয়ন পরিষদ।

পরিষদের সৌন্দর্য একপলক দেখতে দাউদকান্দি উপজেলার বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা এসেছিলেন এই সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদ।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি, ফেস্টোন,ব্যানার,আলোকসজ্জায় ছিলো পরিপূর্ণ।
দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিলো কেক কাটা, দোয়া, বৃক্ষ রোপন ও বঙ্গবন্ধু ১৯২০ সালের ১৭ মার্চ রাত ৮টায় জন্মগ্রহণ করায় রাতে আতশবাজি’র মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর মোহাম্মদ আলী (অব.)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লিলমিয়া।

সুন্দরপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদ আলমের সভাপতিত্বে
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন আহম্মেদ রকিব, উপজেলা মহিলা লীগের সভাপতি জেবুন নেছা জেবুন,উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক
মোঃ হেলাল মাহমুদ, গৌরীপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ নোমান সরকারসহ সুন্দরপুর ইউনিয়নের সকল মেম্বার ও রাজনীতিক নেত্রীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.