ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘোড়াস্টান্ডে ১৫ মামলার এক আসামীকে পিস্তল ও মাদক সহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার গভীর রাতে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড এলাকার নাহালা ফিলিং স্টেশনের পাশে আম বাগানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের চুনাখালি খলিফাপাড়ার মো. আফসার আলীর ছেলে মো. বাবু ওরফে জনি ওরফে বোমা বাবু (৩৩)। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহারাজপুর এলাকার একটি আম বাগানে মাদক ও আগ্নেয়াস্ত্র বিক্রির জন্য এক ব্যক্তি অবস্থান করছে। এমন সংবাদেও ভিত্তিতে ¡ পুলিশের একটি দল ঐ আম বাগানে রোববার (১৫ মার্চ ) গভীর রাতে অভিযান পরিচালনা কওে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি এবং ৩০০ গ্রাম হেরোইনসহ বাবুকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ আরও জানায়,অস্ত্র, বিস্ফোরোক, মাদক, সরকারি কাজে বাধাসহ ১৫ টি মামলা আছে গ্রেপ্তারকৃত বাবুর বিরুদ্ধে। এ ঘটনায় রাতেই সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি জিয়াউর রহমান।