চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার নবগঠিত দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া এলাকায় সর্বকালের সর্ববৃহৎ মাদক বিরোধী যৌথ অভিযান পরিচালিত হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে মাদক বিরোধী এই অভিযানের নামকরণ করা হয়েছে”অপারেশন ড্রাগস ক্লিন, অভিযানে নারী মাদক ব্যাবসায়ীসহ তিন জনকে আটক করা হয়েছে। আকন্দবাড়িয়া” জানা গেছে ১৪ মার্চ শনিবার বিকাল ৩ ঘটিকায় অপারেশনের সময় ৩জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয় এবং অনেক মাদক ব্যবসায়ী ভীতসন্ত্রস্ত হয়ে এলাকা ছেড়ে পলিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানে এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছে।এলাকাবাসী বলেন এই ধরনের অভিযান যদি অব্যাহত থাকে তাহলে অত্র এলাকায় মাদকের নাম নেয়ার মতো কেউ থাকবে না। অপারেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম বলেন,মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে। যে কোনো মূল্যে চুয়াডাঙ্গা জেলাকে মাদকমুক্ত করা হবে। পর্যায়ক্রমে মাদক অধ্যুষিত প্রত্যেক এলাকায় এই অভিযান অব্যাহত রাখা হবে। মাদকের সাথে জড়িত কোন ব্যাক্তি যতবড় ক্ষমতাশালীই হোক না কেন তার কোন নিস্তার নাই। অভিযানে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম, র্যাব-৬ এর পরিচালক, ৬ বিজিবি’র পরিচালক,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,আনসার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ, প্রশাসনের উচ্চপদস্থ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।