ফুলবাড়ীতে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। 

বাংলাদেশ

এহসান প্লুটো,ফুলবাড়ী(দিনাজপুর)প্রতিনিধি; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদ্ধসঢ়;যাপনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা কানিজ আফরোজ,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ
এটিএম হামিম আশরাফ,উপজেলা প্রকৌশলী শহিদুজ্জামান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি হায়দার আলী শাহ, ৪নং বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ্ধসঢ়; আব্দুল কুদ্দুস,কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতনসহ বিভিন্ন স্কুল কলেজের প্রধানগণ। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ বর্ণিল আকারে পালন করতেউপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.