এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা) মাদক ব্যবসার সংবাদ প্রকাশের জের সাংবাদিক সিরাজুল ইসলাম চৌধূরীকে কুপিয়ে হত্যা চেষ্ঠা।
দৈনিক সময়ের আলো’র কুমিল্লা জেলা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার ডাক পত্রিকার সম্পাদক সাংবাদিক মো: সিরাজুল ইসলাম চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় নগরীর টমছমব্রীজ এলাকায় একা পেয়ে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে মাদককারবারী সন্ত্রাসীরা। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুমিল্লার প্রতিবাদি সাংবাদিক সিরাজুল ইসলামের উপর বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক মহল ও সুশিল সমাজ। পাশাপাশি সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানায় তারা।