ইবিয়ান রাজবাড়ীদের রাজবাড়ী জেলার জন্মদিন পালন

Uncategories
ইসরাইল হুসাইন, ইবি প্রতিনিধিঃআজ রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক রাজবাড়ী জেলার জন্মদিন পালনের আয়োজন করে।এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্র কল্যাণ সমিতির উপদেষ্টা ড. প্রফেসর ফারুকুজ্জামান,সাবেক সভাপতি আনোয়ার ইসলাম নয়ন,  বর্তমান সভাপতি জহুরুল ইসলাম জহির, সাধারণ সম্পাদক ইসরাইল হুসাইন এবং সংগঠনের কার্যনির্বাহী সদস্যবৃন্দ এবং সাধারণ সদস্য বৃন্দ। তারা বেলা ১টার সময় ক্যাম্পাসের ডায়না চত্বরে কেক কেটে জন্মদিন উদযাপন করেনএবং রাজবাড়ী জেলার জন্য দোয়া করে। রাজবাড়ী জেলার ইতিহাস জানা যায় যে, ১৯৮৪ সালের ১ মার্চ তৎকালিন গোয়ালন্দ মহকুমা ভেঙ্গে রাজবাড়ী জেলার সৃষ্টি। ইতিমধ্যে বিভিন্ন চরাই উৎরাই পার করে ৩৪ বছর পর করলো রাজবাড়ী জেলা।
জানাগেছে, ১৮৫০ সালে লর্ড ডালহৌসির সময় ঢাকা জালালপুর ভেঙ্গে ফরিদপুর জেলা গঠিত হলে গোয়ালন্দ তখন ফরিদপুরের অধীনে চলে যায়। তখন পাংশা, বালিয়াকান্দি পাবনা জেলাধীন ছিল। ১৯৮৩ সালে সরকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে প্রতিটি থানাকে মান উন্নীত থানায় রূপান্তরিত করলে রাজবাড়ীকে মান উন্নীত থানা ঘোষণা করা হয়। ১৯৮৩ সালের ১৮ই জুলাই থেকে সরকার অধ্যাদেশ জারী করে সকল মান উন্নীত থানাকে উপজেলায় রূপাস্তরিত করার ফলে রাজবাড়ী উপজেলা হয়। অবশেষে ১৯৮৪ সালের ১ মার্চ সকল গোয়ালন্দ মহকুমা জেলা হিসেবে ঘোষণা করা হয়। সে থেকে রাজবাড়ী জেলায় রূপামত্মরিত হয়।লোকমুখে প্রচলিত আছে রাজা সূর্য কুমারের নামানুসারে রাজবাড়ীর নামকরণ হয়।এই জেলার পশ্চিমে কুষ্টিয়া ও পূর্বে ফরিদপুর জেলা অবস্থিত।এ জেলায় জাতীয় মাছ রুপালি ইলিশ, চমচম ও নানা জাতের মিষ্টান্ন সারাদেশে বিখ্যাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.