স্টাফ রিপোর্টার: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার আওয়ামী লীগ, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার কথা পর শিক্ষার মান এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার প্রসারে ব্যপক কর্মসূচী হাতে নিয়েছে সরকার।
১ মার্চ রবিবার কুমিল্লার মেঘনা বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে কান্দারগাঁও মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পরিচালনা কমিটির সভাপতি ফারাহ্ দীবা দিপ্তী সভাপতিত্বে বিশেষ অথিতি উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা নারীনেত্রী রত্নগর্ভা মা মাহমুদা ভূঁইয়া, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহি অফিসার প্রবীর কুমার রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, উপজেলার ভাইস চেয়ারম্যান মিলন সরকার, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা আক্তার সহ শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকে।
অনুষ্ঠানের শেষ মুজাফফর আলী হাই স্কুল এন্ড কলেজ এর ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।