কুলিয়ারচরে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নাজমুল হাসান পাপন এমপি।

বাংলাদেশ

শাহীন সুলতানা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : শুক্রবার (২৮ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ জোন কর্তৃক ২কোটি ৮৮লক্ষ টাকা ব্যয়ে চার তলা একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য এবং বিসিবি ও এসিসি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন। পরে তিনি ওই বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ জোন এর সেসিপ প্রকল্পের আওতায় ৭৯ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ইমতিয়াজ বিন মুছা জিসান, সাবেক সভাপতি আবুল হোসেন লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ এনামুল হক, ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারাণ সম্পাদক মোহাম্মাদ জসীম উদ্দিন লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদা খানম মুক্তা, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এর উত্তরা থানার অফিসার ইনচার্জ (অপারেশন) মোঃ আলমগীর গাজী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কিশোরগঞ্জ জোন এর উপ-সহকারী প্রকৌশলী প্রভাস দেবনাথ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাকুর রহমান বাদল, ঠিকাদার আরিফুল হক সুজন, ছয়সূতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর মোঃ মিছবাহুল ইসলাম, ছয়সূতী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হীরা মিয়া সরকার, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ এহসানুল হক, গোবরিয়া আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান মোঃ আব্বাস উদ্দিন, রামদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন, উছমানপুর ইউপি চেয়ারম্যান মোঃ নিজাম ক্বারী, সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাহবুবুর রহমান, ফরিদপুর ইউপি চেয়ারম্যান লায়ন মোহাম্মদ শাহ আলম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউসুফ মিয়া, গোবরিয়া আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ এনামুল হক আবু বক্কর, কুলিয়ারচর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি মুফতি ইলিয়াছ মাহমুদ কাসেমী রাসেল, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আকবর খান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এর পর প্রধান অতিথি ছয়সূতী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ছয়সূতী’র ২৫ বছর পুর্তি উপলক্ষে রজত জয়ন্তী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহন করে অনুষ্ঠান উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.