হোমনায় বর্ণাঢ্য আয়োজনে আওয়ামী মহিলালীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

বাংলাদেশ

এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ আওয়ামী মহিলালীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার বিকেলে এমপি সেলিমা আহমাদ মেরী’র নেতৃত্বে একটি বিশাল র‌্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এমপি’র ব্যক্তিগত রাজনৈতিক র্কাযালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয় ও আলাচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী সিআইপি। অনুষ্ঠানে উপজেলা মহিলালীগের আহ্বায়ক ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা আমিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মহিলালীগের যুগ্ম-আহ্বায়ক মোসা. পারুল আক্তার, মহিলা নেত্রী শাহিনুর আক্তার, মহিলা মেম্বার শেফালী বেগম, সাহিদা বেগম, আম্বিয়া বেগম, লিলি বেগম, রুশিয়া বেগম, রতœা বেগম প্রমুখ। আলোচনা সভায় পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলালীগের নেতাকর্মীসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.