“শ্রমিকের গান”
আশরাফ কামাল।
আমি গাহি যত শ্রমিক মজুরের
গুণ গান।।
যাদের কতঠোর পরিশ্রমে
শরীর ঘামে,
দেশের লাগি তারাই রাখে
জেনো বিরাট অবদান।।
কৃষাণ জেলে দিন মুজুর
আরো যত শ্রমিক ভাই,
তাদের লাগেতো বিলাসী মোরা
উচ্চ অভিলাষী গান গাই,
অর্থনীতি আর সকল কিছুতে
তারাই রেখেছে দেশের মান।।
এসো আজি মোরা শপথ করি
ঘাম শুকানোর আগেই মোরা
মিটিয়ে দেবো তাদের পাওনা,
কোন মতে পাওনা দিতে
করবনা মিছে কভু বাহানা।
করব তাদের সদা সম্মান।।