বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট সিটি কর্পোরেশনের জননন্দিত প্রথম মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাজ্যের সভাপতি, লন্ডন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুক্তরাজ্যস্থ উছমানপুর জনকল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা সভাপতি সেলিম আহমদ চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তিনি এক বিবৃতিতে বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। উল্লেখ্য: বদর উদ্দিন আহমদ কামরান গত সোমবার (১৫ জুন) রাত আড়াইটায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে চিকিৎসাধিন ছিলেন। গত সোমবার (১৫ জুন) বিকালে সিলেটের মানিক পীর (রহ.) টিলায় তাঁকে দাফন করা হয়েছে।