প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৮:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৪, ২০২০, ৩:৩৯ পি.এম
মো.বিল্লাল মোল্লা তিতাস প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তিতাস থানা কর্তৃক আয়োজিত ইউনিয়ন ভিত্তিক কাবাডি প্রতিযোগিতা ২০২০ শুভ উদ্বোধন তিতাস উপজেলার নয়টি ইউনিয়ন উক্ত কাবাডি খেলায় অংশগ্রহণ করেন সারা বাংলাদেশের ন্যায় তিতাস উপজেলায় শুক্রবার বেলা ৩টায় উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত হয়।
তিতাস থানার অফিসার ইনচার্জ সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলামের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উক্ত খেলার উদ্বোধন করেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।উক্ত কাবাডি খেলা প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাম্মাৎ রাশেদা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, তিতাস থানার অফিসার (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার,
কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মহসিন ভূঁইয়া, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আলী আশরাফ, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. সালাউদ্দিন প্রমূখ।
উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন কড়িকান্দি ইউনিয়ন বনাম ভিটিকান্দি ইউনিয়ন ও নারান্দিয়া ইউনিয়ন বলরামপুর ইউনিয়ন।
dainikajkermeghna.com