আপনার পুলিশ, আপনার দরজায়! এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগরে কুমিল্লা জেলা পুলিশের ব্যবস্থাপনায় ও মুরাদনগর থানা ব্যবসায়ী সমিতির
সহযোগিতায় সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের ভ্রাম্যমান দোকান উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আল্লাহু চত্বরে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্যের এই ভ্রাম্যমান দোকানের উদ্বোধন করেন মুরাদনগর থানার অফিসার ইনচার্জ একেএম মনজুর আলম। এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর থানার পুলিশ পরিদর্শক তদন্ত নাহিদ আহম্মেদ, এস আই আবদুল গোফরান, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি জাকির হোসেন, মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের, উপজেলা সদরের ইউপি
সদস্য আক্তার হোসেন, উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামীম, উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন চৌধূরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি কেএম
শারফিন শাহ্, যুবলীগে সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা ছাত্রলীগে আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ প্রমূখ।
নিত্যপণ্যের এই ভ্রাম্যমান দোকানে ৪৯৬ টাকায় একটি খাদ্য সামগ্রীর প্যাকেট পাওয়া যাবে। যার মধ্যে থাকবে ৫ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ১ কেজি লবন, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১টি সাবান।