৯ মাস ধরে বেতন বন্ধ! মানবেতর জীবনযাপন করছে তাহিরপুর হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা

জাতীয়
সুনামগঞ্জের তাহিরপুরে সরকারি হাসপাতালে আউটসোর্সিং খাতে চাকরিরত কর্মীদের ৯ মাস ধরে বেতন বন্ধ রয়েছে।
নিয়ম মেনে ডিউটি করেও দীর্ঘদিন ধরে বেতন আটকে থাকায় বর্তমানে করোনা পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে এসব আউটসোর্সিং কর্মীরা।
তাহিরপুর উপজেলা স্বাস্থ‌্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, আউটসোর্সিং খাতে ১০ জন কাজ করছেন এই হাসপাতালে। গত ৯ মাস ধরে এসব কর্মীদের বেতন আটকা রয়েছে।
খোঁজ নিয়ে আরো জানা যায়, জেলার ১১ টি উপজেলার হাসপাতালে ২৩৩ জন আউটসোর্সিং কর্মচারি হিসাবে চাকরিরত আছেন। ২০১৯ এর মে মাসে নিয়োগ হয়েছিলো এসব আউটসোর্সিং কর্মীদের।
নিয়োগের পর চাকরিরত এসব কর্মীরা মাত্র ২বার বেতন তুলতে পেরেছেন। এরপর ৯ মাসেও বেতন না হওয়ায় এসব কর্মীরা আয়ের একমাত্র উৎস বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে পড়েছে বিপাকে, মানবেতর জীবনযাপন করছে এ সমস্ত কর্মীদের পরিবার। যেন দেখার কেউ নেই!
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মোহাম্মদ শামস উদ্দিন  এ প্রতিবেদককে জানান, করোনা পরিস্থিতিতে দাপ্তরিক কাজ থমকে আছে, তারপরও এসব কর্মীদের বেতনের বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.