দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম বলেন, আসছে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এতিম শিশু ও অসহায় মানুষের পাশে থেকে প্রতিটি মানুষ যদি, তাদের মুখে হাঁসি ফুটাতে কিছুনা কিছু উপহার তুলে দেন তবে ঈদের আনন্দ হবে তৃপ্তিময়। এ সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মিজানুর রহমান, এসআই মোঃ রাফিকুল ইসলাম জামান, ডিউটি অফিসার এসআই মোঃ আনোয়ার হোসেন, এএসআই মোঃ মনির হোসেন, শ্রমিক লীগ নেতা মঃ কবির হোসেন,মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আশিকুর রহমান।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলামের এমন মানবিক উদ্যোগকে সাধারণ মানুষ অভিনন্দন জানিয়েছে।