কুড়িগ্রামে ৫ জন বিশেষ শিশু ও ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার বিকেল সাড়ে ৪টায় কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রুখসানা পারভীন’র ব্যক্তিগত উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, সিনিয়র সাংবাদিক সফি খান, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, মো. রেজাউল ইসলাম, শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, বাবু নারায়ণ চন্দ্র রায়, রেজাউল ইসলাম প্রমুখ। হুইল চেয়ারগুলি পেলেন রাজারহাট উপজেলার দিনোবাজার এলাকার কালিমোহন রায়ের পূত্র বিমলচন্দ্র রায়, একই উপজেলার ছিনাই ইউনিয়নের চতুর্ভূজ সেনপাড়ার অনিল সরকারের পূত্র মন্টু সরকার, কুড়িগ্রাম পৌরসভার কৃঞ্চপুর এলাকার কাশেম আলীর পূত্র আমজাদ আলী, চর কুড়িগ্রামের শফিকুল ইসলামের পূত্র মো: বিদ্যুৎ, এবং হাসপাতাল পাড়ার লাভলু মিয়ার পূত্র কামরুল হাসান।