প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৪, ২০২১, ৩:১০ পি.এম
৫ নম্বর ওয়ার্ডবাসির জন্য আমার জীবন উৎসর্গ করবো : খন্দকার সুমন
দাউদকান্দি পৌরসভার হৃদপিন্ড ৫ নম্বর ওয়ার্ড। এ ওয়ার্ডের গুরত্বও বেশি। গোমতীর কোল ঘেঁষা এ ওয়ার্ডে রয়েছে দাউদকান্দি মডেল থানাসহ,সরকারী-বেসরকারও বিভিন্ন স্থাপনাসহ গুরুত্বপূর্ণ আধা সরকারি-স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান।রয়েছে নামি-দামি শিক্ষা প্রতিষ্ঠানও। তাই এ ওয়ার্ডের গুরত্ব অনেক বেশি। আজ শুক্রবার পড়ন্ত বিকালে বিশাল শোডাউনের মাধ্যমে কাউন্সিলর প্রার্থী সুমন খন্দকার তার নির্বাচনী প্রচারণা সমাপ্ত করেন। এ ওয়ার্ডে সংখ্যা লঘু ভোটারদের ভোটই মূল চালিকাশক্তি। সংখ্যালঘু সম্প্রদায়দের ভোট যে পাবে সেই বিপুল ভোটে বিজয়ী এমনটাই দাবি সাধারণ মানুষের। পাঞ্জাবি প্রতীকের কাউন্সিলর প্রার্থী খন্দকার সুমন বলেন," আমি আমার ওয়ার্ডের সকলের কাছে আমাকে দ্বিতীয় বারের মতো ভোট দিয়ে নির্বাচিত করার জন্য দোয়া ও ভালোবাসা চাই। আমি ৫ নম্বর ওয়ার্ডের মানুষের নিখাদ ভালোবাসার কাছে চিরঋণি। পুনরায় কাউন্সিলর নির্বাচিত হলে ৫ নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ডে রুপ দিবো। আমি আপনাদের জন্য আমার জীবন উৎসর্গ করবো। আমি চাই এমন একটি জীবন গড়তে যেনো মানুষ আমাকে মৃত্যুর পরেও আমাকে স্মরণ রাখে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে আগামীর সারাটা জীবনই জনকল্যাণে কাজ করে যাবো-ইনাশাল্লাহ ।
dainikajkermeghna.com