নৌ পথে ঈদযাত্রা ভোগান্তিহীন করতে আগামী ৩০ মে থেকে ৮ জুন পর্যন্ত যাত্রীবাহী লঞ্চে সব ধরনের মালামাল ও মোটর সাইকেল বহন নিষিদ্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। রোববার (১৯ মে) দুপুরে সদরঘাটে ঈদ ব্যবস্থাপনা নিয়ে বিআইডব্লিউটিএ আয়োজিত সভায় তিনি এ কথা জানান।
এ সময় সংস্থাটির চেয়ারম্যান লঞ্চে অতিরিক্ত চাপ কমাতে ঈদুল ফিতরে আলাদা আলাদা দিনে জোনভিত্তিক গার্মেন্ট ছুটি দিতে মালিকদের প্রতি আহবান জানান। পাশাপাশি ঈদযাত্রায় কোনো লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন।
এছাড়া ২০ মে থেকে শুরু হওয়া অগ্রীম টিকিট বিক্রির সময় কমপক্ষে ত্রিশ শতাংশ টিকিট অনলাইনে বিক্রির নির্দেশনা দেন তিনি। সভায় বিআইডব্লিউটিএ’র উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও লঞ্চ মালিক, শ্রমিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সময়টিভি