উচ্চ আদালতের আদেশ জালিয়াতি করে ইটভাটা চালানোর মামলায় দিনাজপুরে ২৭ জন ইটভাটা মালিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৯ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমদ ভূঞা এ আদেশ দেন। মামলার বিবরণ থেকে জানা যায়, উচ্চ আদালতে রিটের আদেশনামা জালিয়াতি করে ৩১ জন ইটভাটা মালিক তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো।
২০ মে উচ্চ আদালতের বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চের আদেশে ৩১টি ইটভাটা মালিকের বিরুদ্ধে দিনাজপুর, রংপুর ও নীলফামারী তিন জেলার পুলিশ সুপারকে আদেশ দেন। এরই প্রেক্ষিতে গত ২০ জুন পার্বতীপুর থানা পুলিশ বাদি হয়ে ৩১ জনকে আসামি করে একটি মামলা করেন।