মোঃ আলাউদ্দিন:
কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার জন্য পুলিশ সুপার, কুমিল্লা মহোদয় মাদকের বিরুদ্ধে যে প্রত্যয় ব্যক্ত করেছেন তারই ধারাবাহিকতায় কুমিল্লা জেলা পুলিশের অভিবাবক, মাননীয় পুলিশ সুপার, কুমিল্লা মহোদয়ের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার, হোমনা সার্কেল জনাব মীর মুহসীন মাসুদ রানা মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ জনাব মোঃ ছমিউদ্দিন এর নেতৃত্বে এসআই/উজ্জ্বল চন্দ্র সূত্রধর সঙ্গীয় অফিসার ফোর্সসহ দিবা জরুরী ডিউটি করা কালে মেঘনা থানাধীন ৬নং গোবিন্দপুর ইউনিয়নস্থ আলীপুর ঘাট জনৈক আনোয়ার হোসেন (আনা হোসেন) এর মুদি দোকানের উত্তর পার্শ্বে রবি টাওয়ারে যাতায়তের গলি কাচা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী মোঃ রনি (২৩), পিতা-মৃত সুরুজ মিয়া প্র: দূঃখিয়া, স্থায়ী: গ্রাম- বিনোদপুর, উপজেলা/থানা- মেঘনা, জেলা -কুমিল্লা কে গ্রেফতার করেন। উক্ত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা প্রক্রিয়াধীন।