মুহাম্মদ শহিদুজ্জামান রনি: কুমিল্লা মেঘনায় একই দিনে মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে মা—বাবা উভয়কে হারালেন কুমিল্লার মেঘনা প্রেসকস্নাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বিপ্লব শিকদার। ১ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১টায় বার্ধক্যজনিত রোগের কারণে ইন্তেকাল করেন বিপ্লব শিকদারের মা মোসা: জাহানারা বেগম (৬৭)। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিপ্লব শিকদারের বাবা মো: শাহজাহান শিকদার (৭২)ও ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ জোহর দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে মোসা: জাহানারা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। অন্য দিকে আজ সকাল ১১ টায় নামাজে জানাজা শেষে মো: শাহজাহান শিকদারকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়। তাদের নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ শফিকুল আলম। উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছমিউদ্দিনসহ এলাকার গণ্যমাণ্যরা। তাদের মৃত্যুতে মেঘনা উপজেলা প্রেসক্লাব ও মেঘনার বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।