মোঃ আলাউদ্দিন
একই দিনে মাত্র ১৭ ঘণ্টার ব্যবধানে মা-বাবা উভয়কে হারালেন কুমিল্লার মেঘনা প্রেস কাবের সভাপতি মোহাম্মদ মাহমুদুল হাসান বিপ্লব শিকদার। গতকাল মঙ্গলবার রাত ১টায় বার্ধক্যজনিত রোগের কারণে ইন্তেকাল করেন বিপ্লব শিকদারের মা মোসা: জাহানারা বেগম (৬৭)। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় বিপ্লব শিকদারের বাবা মো: শাহজাহান শিকদারও (৭২) ইন্তেকাল করেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গতকাল মঙ্গলবার বাদ জোহর দড়িকান্দি কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে নামাজে জানাজা শেষে মোসা: জাহানারা বেগমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।তার নামাজে জানাজায় উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন চেয়ারম্যান মাইনুদ্দিন মুন্সি তপন, মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ছমিউদ্দিনসহ এলাকার গণ্যমাণ্যরা। অন্য দিকে আজ সকালে নামাজে জানাজা শেষে মো: শাহজাহান শিকদারকে একই কবরস্থানে দাফন করা হবে।
তাদের মৃত্যুতে মেঘনা উপজেলা প্রেস কাব ও মেঘনার বিভিন্ন রাজনৈতিক দল গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।