১৯৭১ এর ১৬ ডিসেম্বর এর আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে বাঙালি নারী-পুরুষ সাড়া দিয়ে বিজয় ছিনিয়ে এনেছিলেন।দীর্ঘ ৯ মাস যুদ্ধের পর আজকের এই দিনে বিজয়ের স্বাদ আস্বাদন করেন বাঙালি জাতি।
স্বাধীন সার্বভৌমিক বাংলাদেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করে বাংলাদেশ। প্রতি বছরের ন্যায় বাঙালি জাতি এই দিনটিকে জাতীয় দিবস ও বিজয় দিবস হিসেবে উদযাপন করে আসছে।
আজ বুধবার ১৬ ডিসেম্বর সারা দেশের ন্যায় দাউদকান্দিতে মহান বিজয় দিবস ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্বরোড মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান,সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ সেলিম শেখ,উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীন চৌধুরী লিল মিয়া ও হালিম সরকারসহ আরও অনেকে।