১ জানুয়ারী শুক্রবার, কুমিল্লার মেঘনা উপজেলার মানিকার চর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক ও মানিকার চর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী মো.জাকির হোসেনের নিজস্ব অর্থায়নে মানিকার চর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
মোঃ জাকির হোসেন বলেন,আমরা যারা বিত্তবান, তারা হয়তো শীতের তীব্রতা বুঝতেই পারছি না, যারা গ্রামের মানুষ কাঁপছে মাঘ মাসের তীব্র শীতে। শীত নিবারনের সামান্য বস্ত্রটুকুও হয়তো অনেকের নেই। শীতে জড়োসড়ো হয়ে পড়েছে তারা। যারা স্বচ্ছল তাদের কাছে শীতের রাত আরাম দায়ক হলেও দরিদ্র অসহায়দের জন্য তা চরম দুর্ভোগের।আপনারা যখন কম্বল মুড়ি দিয়ে উষ্ণতার মাঝে ডুবে আছেন একইসময় এসব শীতার্ত মানুষগুলো তখনো আপনার অপেক্ষায় আছে। আশায় আছে সমাজের স্ব”ছল বিত্তবানরা তাদের পাশে দাঁড়াবেন, শীতের চরম কষ্ট থেকে তাদের বাঁচাবেন। আসুন সবাই মিলে চেষ্টা করি। শীতার্ত মানুষের গায়ে জড়িয়ে দিই এক টুকরো গরম কাপড়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাতেন খন্দকার সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।