কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। বুধবার ধানমন্ডির আ’লীগ কার্যালয়ে জেলা আ’লীগ নেতৃবৃন্ধের সাথে কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভায় সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।
জেলা আ’লীগের সিনিয়ার সহসভাপতি ম.রুহুল আমিনকে আহবায়ক, হুমায়ুন মাহমুদ কে যুগ্ন আহবায়ক এবং
জাহাঙ্গীর আলম সরকারকে সদস্য সচিব করে আগামী ১৫ নভেম্বরের মধ্য সম্মেলন করার সময় বেধেঁ দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগ। মতবিনিময় সভায়বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
বিভিন্ন উপজেলায় দৈত্ব কমিটি প্রসঙ্গেমাহবুবুল আলম হানিফ বলেন, এমপি মন্ত্রী সাহেবদের কমিটি করার সুযোগ নাই। যারা ইতিমধ্যে থানা/উপজেলায় নিজস্ব লোকজন দিয়ে বিতর্কিত কমিটি করেছেন তারা অগঠনতান্ত্রিক কাজ করেছেন। জেলা আওয়ামী লীগ কতৃক অনুমোদিত কমিটিই প্রকৃত কমিটি। দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের কমিটির সভাপতি আহসান হাবীব চৌধুরী লীল মিয়া এবং সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোঃ মহিউদ্দিন সিকদার জেলা আ’লীগ কতৃক অনুমোদিত।