ধর্ষণের ঘটনা সঙ্গে জড়িত অভিযোগে ১৪ বছর বয়সী এক কিশোরকে খুঁজছে পুলিশ। সে বৃদ্ধার ঘরে ঢুকে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে বলে জানা গেছে।
এলাকাবাসী কয়েকজন জানায়, বয়সের ভারে অন্ধ ওই বৃদ্ধা চলাফেরা করতে পারেন না। বৃদ্ধার বরাত দিয়ে তারা জানায়, ধর্ষণের সময় বৃদ্ধা বারবার বলেছিলেন, ‘আমাকে ছেড়ে দাও। আমি আল্লাহর নবীর রোজা রাখছি।’
এদিকে সম্মানের ভয়ে ভুক্তভোগির পরিবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালেও নেয়নি।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্ত কিশোর আটকের চেষ্টা চলছে। ওই বৃদ্ধাকে ডাক্তারি পরীক্ষার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।