প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৪, ১২:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২০, ৮:৫৭ এ.এম
হোমনা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ৩০০ পরিবারের মাঝে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ
কুমিল্লার হোমনা পৌরসভায় করোনা ভাইরাসের প্রভাবে লকডাউনে থাকা শ্রমজীবি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের ৩০০ পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ৫ কেজি আলু ইত্যাদি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা, পৌর মেয়র এ্যাড. নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুজ্জামান খোকন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) মোহাম্মদ নাহিদ আহাম্মেদ জাকির, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন মোসলেম, টেক অফিসার মো. সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর গন এ সময় উপস্থিত ছিলেন।
dainikajkermeghna.com