এমএ কাশেম ভূঁইয়া-হোমনা (কুমিল্লা)
কুমিল্লার হোমনায় ১কেজি গাজাঁসহ ২ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
গত ৯মার্চ সোমবার রাত ৯টার দিকে উপজেলার দুলালপুর বাজার এলাকা থেকে থানার দক্ষ এসআই সুনীল চন্দ্র সূত্রধর ও এএসআই মোরশেদুল হক সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটকের পর তাদের নিকট থেকে ১কেজি গাাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো- ভিটিকালমিনা গ্রামের আবু তাহেরের ছেলে মোঃ শেখ ফরিদ উরফে আলমগীর (৩৮), রাজনগর গ্রামের মৃত নিরাঞ্জন দাসের ছেলে হরিমন দাস (৪৮)।
তাদের বিরুদ্ধে হোমনা থানায় মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হোমনা থানার অফিসার ইনচার্জ মো. আবুল কায়েস আকন্দ সাংবাদিকদের বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলছে-চলবেই। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না।