আজ সোমবার হোমনা সদরে আল রশিদ প্লাজা ও ঘারমোড়া সাপ্তাহিক গরু বাজারে করোনা সংক্রমণ রোধে ও সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুমন দে।
এই সময় উপস্থিত ছিলেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার এবং সেনাবাহিনীর পক্ষ থেকে ক্যাপ্টেন ফুয়াদ।
স্বাস্থ্যবিধির যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ঘারমোড়া বাজার ও হোমনা বাজারের চার দোকানদারকে ৫০০টাকা করে মোট ২(দুই) হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় বাজারে আগত জনসাধারণকে মাস্ক পরে আসার জন্য উৎসাহিত করা হয় এবং মাস্ক ব্যতীত বাজারে প্রবেশ বন্ধ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
নিজে সচেতন হবো, অন্যকে সচেতন করবো, স্বাস্থ্যবিধি অনুসরণ করবো।