সৈয়দ আনোয়ার, কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণপুরে দূর্বৃত্তের ধারালো অস্ত্রের অাঘাতে মারাত্মক জখম হয়ে হাসাপাতালে চিকিৎসাধিন রামকৃষ্ণপুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম আব্দুল মতিন।
জানা যায় সোমবার রাত সোয়া ৮ টার দিকে বাজার থেকে বাসায় যাওয়ার পথে হুমায়ুন ডিলারের পুকুরের পশ্চিম পাড়ে পৌছা মাত্র একদল মুখোশদারী দূর্বৃত্তরা দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক যখন করে।পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে স্থানীয় ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখান থেকে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও চান্দেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অাবুল বাশার মোল্লা সহ স্থানিয় ব্যক্তিবর্গ হোমনা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং শেষ খবর পাওয়া পর্যন্ত তিনি চিকিৎসাধিন আছেন।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার
(ইউএনও) তাপ্তি চাকমা, থানা অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোঃ ফজলে রাব্বি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী রুহুল আমিন ।