কুমিল্লার হোমনায় করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র ও মধ্যবিত্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী উপহার হিসেবে দিলেন আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী খন্দকার তাজুল ইসলাম। হোমনা-তিতাসে আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী,করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়ানোর নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী উপজেলার চান্দেরচর ইউনিয়নে আওয়ামী লীগ নেতা ব্যবসায়ী খন্দকার তাজুল ইসলাম তার ব্যক্তিগত অর্থায়নে এই ত্রাণ বিতরণ করেন। আজ রোববার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর ওয়াই ব্রিজ সংলগ্ন খোলা মাঠে শারীরিক দূরত্ব বজায় রেখে এই ত্রাণ সহায়তা কার্যক্রম শুরু করেন। পরে ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনভর এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যান তিনি,ত্রাণ সহায়তার মধ্যে প্রতি প্যাকেটে দশ কেজি চাল, চার কেজি আলু, দুই কেজি পেঁয়াজ, এক কেজি ডাল ও এক লিটার করে সয়াবিন তেল ত্রাণ বিতরণ করেন তিনি। ত্রাণ সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক খন্দকার নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক ও আওয়ামী লীগ সদস্য মাহবুবুর রহমান খন্দকার, ঘাগুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রনি,মোঃ ফয়জুর রহমান (তসলিম), বেসরকারি সংস্থার কর্মকর্তা ওয়ালিউল্লাহ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরকানুল ইসলাম পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মফিজুল ইসলাম,খন্দকার অাফরোজ,মোঃ মোয়াজ, রামকৃষ্ণপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ রাজ, চান্দেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন প্রমুখ।